ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিলের নতুন অফিস বাহক নির্বাচিত


রবিবার,২৮/০২/২০২১
683

কলকাতা: ২২ শে ফেব্রুয়ারি ২০২১ সালে ২৩ শে আঞ্চলিক কাউন্সিলের 8 তম সভায় ইন্ডিয়া ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিল তার ২০২১ – ২২ সালের জন্য অফিসের নতুন বাহক নির্বাচিত করে।

সিএ সুনীল কুমার সাহু চেয়ারম্যান, ইআইআরসি, সিএ রবি কুমার পাটওয়া ভাইস চেয়ারম্যান, ইআইআরসি, সিএ দেবায়ন পাত্র সম্পাদক, সিএ হরি রাম আগরওয়াল কোষাধ্যক্ষ, ইআইআরসি, সিএ সুমিত বিনানী সদস্য, ইআরআইসি এবং সিএ নীতেশ কুমার মোর সদস্য, ইআইআরসি ও প্রাক্তন চেয়ারম্যান, 2021 – 22 বছরের জন্য নতুন অফিস বাহক হিসাবে নির্বাচিত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট