ঝাড়গ্রামে উদ্বোধন হলো দ্বিতীয় বর্ষের ঝাড়গ্রাম জেলা ঝুমুর মেলার


সোমবার,২২/০২/২০২১
11193

ঝাড়গ্রাম:– পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঝাড়গ্রাম জেলা পরিষদ ও ঝাড়গ্রাম পৌরসভার সহযোগিতায় এবং ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় বর্ষের ঝাড়গ্রাম জেলা ঝুমুর মেলার শুভ উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই ঝুমুর মেলার শুভ উদ্বোধন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানী। এছাড়া উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়, ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান চূড়ামণি মাহাত, ঝাড়গ্রামের কো- ওরনেটর অজিত মাহাত, কুড়মি উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রথীন মাহাত, ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক (সাধারন) পীযুষ গোস্বামী, ঝাড়গ্রামের মহকুমা শাসক বিষ্ণুব্রত ভট্টাচার্য সহ একাধিক গুণীজন। ঝাড়গ্রাম শহরের রবীন্দ্রপার্কে দুইদিন ব্যাপী এই ঝুমুর মেলা অনুষ্ঠিত হবে।

ঝাড়গ্রামের জেলাশাসক বলেন এই মেলা দ্বিতীয় বর্ষে পা দিয়েছে, ঝারগ্রাম এর গর্ব ঝুমুর, জেলার প্রত্যেকটি ঝুমুর শিল্পী সব জায়গায় স্থান দিতে পারা যায় না কিন্তু এই সময় মেলার মাধ্যমে তাদেরকে একটা মঞ্চ দেওয়া যায় যেখানে সবাই উপস্থিত হতে পারে এবং তাদের ঝুমুর সঙ্গীত টা সবার কাছে তুলে ধরতে পারেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট