আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই প্রথম জঙ্গলমহলে প্রার্থী দিতে চলেছে শিবসেনার দল। জানা যাচ্ছে, ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রেই শিবসেনা প্রার্থী দেবে। এদিন ঝাড়গ্রাম শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শিবসেনা একটি জনসভার আয়োজন করেছিল। এই জনসভায় লোক ছিল চোখে পড়ার মতো। প্রায় তিন হাজার কর্মী সমর্থক এই জনসভায় অংশগ্রহণ করেছিল। এটি ছিল ঝাড়গ্রামে শিবসেনার প্রথম রাজনৈতিক জনসভা। এদিন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৭০ জন কর্মী-সমর্থক শিবসেনা দলে নাম লেখায়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলার শিবসেনার সভাপতি মধুসূদন সিংহ ও শিবসেনার রাজ্য সম্পাদক অশোক সরকার। ঝাড়গ্রাম জেলার শিবসেনার সভাপতি মধুসূদন সিংহ জানান, এদিন দুপুরে শিবসেনার ডাকে ঝাড়গ্রাম শহরের অফিসার্স ক্লাবের মাঠে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। আমরা ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেব। ঝাড়গ্রাম এবং বিনপুর বিধানসভা আমাদের দখলে ইতিমধ্যে চলে এসেছে। এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবসেনার রাজ্য সভাপতি শান্তি দত্ত, শিবসেনার মহারাষ্ট্রের সেক্রেটারি দিলীপ পল্লীকর।
আত্মপ্রকাশের দিনই ঝাড়গ্রাম জেলায় শিবসেনায় যোগদান করলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা
শুক্রবার,১৯/০২/২০২১
1996