নবান্ন অভিযানে গিয়ে পুলিশি লাঠিচার্জে মৃত্যু হয় DYFI-কর্মী মইদূল মিদ্যার। তার প্রতিবাদে আজ, গোপীবল্লভপুর DYFI-এর জোনাল কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল হয়। শুক্রবার সন্ধ্যা ছ’টার সময় গোপীবল্লভপুর থানার চক থেকে বটতলাচক পর্যন্ত DYFI- এর মিছিল হয়। শতাধিক যুব কর্মী, যুব সংগঠনের জেলা সভাপতি বিশ্বরঞ্জন খামরী’র নেতৃত্বে এই মিছিলে অংশগ্রহণ করেন। এছাড়াও মিছিলের অগ্রভাগে দেখা যায়, মিহির মাইতি, শ্যামাপদ দন্ডপাট, সুকুমারবাবু, স্বপন দেহুরী প্রমুখ যুব সদস্যদের। রাজ্য পুলিশ ও পুলিশমন্ত্রীর অপসারণের দাবীতে মাইকিং হয় এবং হাতিবাড়ী মোড়ে পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুত্তলী পোড়ান যুব কর্মীরা। তারপর তাঁরা থানার সামনে প্রতিকী অবস্থান বিক্ষোভ করেন দশ মিনিট। শান্তিপূর্ণ এই মিছিলে পুলিশের ভূমিকা ছিলো বুদ্ধিদীপ্ত ও প্রসংশা করার মতো।
মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়াল DYFI
শুক্রবার,১৯/০২/২০২১
1484