ঝাড়গ্রামের বাছুরডোবা সরকারি আবাসন থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


শুক্রবার,১৯/০২/২০২১
1286

ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের বাছুরডোবা সরকারি আবাসন থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো শুক্রবার ।  পুলিশ সূত্রে জানা যায় , মৃত ব্যক্তির নাম সৌরভ বিশ্বাস ( ৫০) । তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ।সৌরভ বাছুরডোবা সরকারি আবাসনের দ্বায়িতে ছিলেন । তিনি নিজের কোয়াটারে একই থাকতেন । তাঁর সহ কর্মী শিবশঙ্কর সরকার বলেন , সৌরভ বাবু কে ফোনে না পেয়ে সকালে সৌরভ বাবুর বাড়ি থাকে আমাকে ফোন করে । সকালে এসে দেখি দরজা ভেতর থেকে বন্ধ আছে । ডাকাডাকি করে কোন সাড়া পায়নি । আমার কাছে উনার বাড়ির আরও একটি চাবি ছিল । সেই চাবি দিয়ে দরজা খুলে দেখি । সৌরভ বাবু গলায় দড়ি নিয়ে ঝুলে আছে । আমি সিকিউরিটি কে ডেকে ঘটনাটি জানায় । তারপর খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায় । এদিন পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি আত্মহত্যার ঘটনা ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট