৯৯ নম্বর ওয়ার্ডে বিজেপির সভায় তৃণমূলী হুঙ্কার


সোমবার,১৫/০২/২০২১
994

বিজেপির যুব মোর্চা ও ওবিসি মোর্চার পক্ষ থেকে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের শ্রী কলোনি ঠাকুর বাড়ির সামনে রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপি ওবিসি মোর্চার রাজ্য নেত্রী ইন্দিরা সাহা এই সভায় উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কড়া সমালোচনা করেন তিনি। ইন্দিরা সাহা বলেন, রাজ্যে পিসি-ভাইপোর রাজত্ব চলছে। এখানে সাধারণ মানুষ নিরাপদ নন। শাসক দলের ক্যাডারদের সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেন তিনি। ইন্দিরা সাহা বলেন, তাদের সভা চলাকালীন হঠাতই তৃণমূল কংগ্রেসের বহু ক্যাডার সেখানে উপস্থিত হয়ে স্লোগান শুরু করে। সভা বানচাল করার চেষ্টা চালায়। তৃণমূলের হুমকি উপেক্ষা করে সভা চালিয়ে যায় বিজেপি।

এই রাজনৈতিক কর্মসূচি থেকে ইন্দিরা সাহার ব্যাক্তিগত উদ্যোগে দুঃস্থ দরিদ্র মানুষদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়। প্রায় শতাধিক মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন তিনি। ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এই সভায়। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থন করার আহ্বান জানানো হয় সভা থেকে। বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠন করে সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান বিজেপির নেতা নেত্রীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট