বাংলাকে শাস্তি দিচ্ছে কেন্দ্র: পার্থ


সোমবার,১৫/০২/২০২১
679

বাংলাকে শাস্তি দিচ্ছে কেন্দ্রের মোদি সরকার। বাংলাকে অবহেলা করা হচ্ছে।অামফানে ক্ষতিগ্রস্তদের বঞ্চনা করেছে কেন্দ্র। ২০২১-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ এর জবাব দেবেন। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আবারও সোচ্চার হলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমরা প্রমান দিয়ে বলছি কেন্দ্রের মোদি সরকার আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য এক পয়সাও দেয়নি।
কেন্দ্রের এই বঞ্চনার পরও বাংলার “মা মাটি মানুষ”-এর সরকার প্রাণের ছোঁওয়া বাংলার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় বলেন, বাজেটে ঘোষণা অনুযায়ী বছরে দু’বার আগষ্ট-সেপ্টেম্বর এবং ডিসেম্বর-জানুয়ারি মাসে দুয়ারে সরকারের শিবির হবে রাজ্যে। স্বাস্থ্যসাথী কার্ড প্রতি তিনবছর রিন্যুয়াল হবে বলে জানান তিনি।

এদিন দল বদলুদের উদ্দেশ্যে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের মহাসচিব। তিনি বলেন, যাদের ‘দমবন্ধ’ হয়ে আসছে দম ফুরোলে তখন বুঝবে। আসন্ন নির্বাচনে বাংলার মানুষ তাদের বুঝিয়ে দেবে জনতা কাদের সঙ্গে আছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট