৩৫০ টাকায় সারা দিনের নৌকোবিহার


সোমবার,১৫/০২/২০২১
8168

আবারও ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এর উদ্যোগে নতুনভাবে নৌকাবিহার শুরু হয়েছে। তবে এইবার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এর সঙ্গে যৌথভাবে কাজ করছে দানিশ কালচারাল ইনস্টিটিউট এন্ড অক্সফোর্ড বুক স্টোর ।মিলেনিয়াম পার্ক থেকে শুরু হয়েছে এই নৌকা বিহার ।আর যাত্রাপথ শ্রীরামপুর এবং চন্দননগর অর্থাৎ মিলেনিয়াম পার্ক থেকে নৌকাবিহার এর মাধ্যমে চন্দননগর ও শ্রীরামপুরে জলবিহার করা যাবে প্রত্যেক সপ্তাহের শনিবার এবং রবিবার। মিলেনিয়াম পার্ক থেকে সকাল দশটার সময় এই যাত্রা শুরু হবে এবং রাত নটার সময় এই যাত্রা শেষ হবে ।এবং মিলেনিয়াম পার্ক থেকে চন্দননগর ও শ্রীরামপুর পৌঁছাতে দেড় ঘন্টা সময় লাগবে ।এই যাত্রাপথে খরচ 350 টাকা এবং এই যাত্রাপথে নৌকার মধ্যে পাওয়া যাবে ফ্রি ওয়াইফাই লাইব্রেরী এবং আনন্দের জন্য অনেক কিছু জিনিসপত্র।

ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রীরামপুর এবং চন্দননগরের ঐতিহাসিক স্থানগুলো দেখতে পারবেন পর্যটকরা। বিশেষ সাজে সজ্জিত এই ভেসেল। উইকেন্ডে একটা দিন খুব আনন্দের মধ্যে কাটানোর উপযোগী স্থল। একদিকে বিপুল জলরাশি নিজেকে মেলে ধরা অন্যদিকে ঐতিহাসিক নিদর্শন এই দুইয়ের মেলবন্ধন ঘটবে এই যাত্রাপথে। রাজ্য সরকারের এই প্রয়াসে খুশি পর্যটকরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট