পুলিশী আক্রমণে শহীদ হলেন বাঁকুড়ার যুবকর্মী মইদুল ইসলাম মিদ‍্যা


সোমবার,১৫/০২/২০২১
660

অভিযোগ, নবান্ন অভিযানে সকলের জন্য কাজ ও শিক্ষা চাইতে আসা ছাত্র-যুবদের তৃণমূল সরকারের নৃশংস পুলিশী আক্রমণে শহীদ হলেন বাঁকুড়ার যুবকর্মী মইদুল ইসলাম মিদ‍্যা (৩১)। গত ১১ ফেব্রুয়ারি কলকাতায় ১০টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে নবান্ন চলো কর্মসূচিতে যোগ দিতে বাঁকুড়ার কোতুলপুর থেকে এসেছিলেন মইদুল। এলাকায় তিনি ফরিদ নামে পরিচিত। সেদিন পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হন তিনি। তাঁকে ডাক্তার ফুয়াদ হালিমের অধীনে নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

নবান্ন চলো কর্মসূচির দিন

তাঁকে লাইফলাইন নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানেই সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। তৃণমূলের সন্ত্রাস বিধ্বস্ত কোতুলপুরের শিহর-গোপীনাথপুর অঞ্চলের বাসিন্দা মইদুল ইসলাম পেশায় অটোচালক। বাড়িতে তাঁর বৃদ্ধা মা, স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট