বামফ্রন্টের ডাকা বনধ এর দরুন জেলা শহরের কোন বেসরকারি বাসের দেখা নেই


শুক্রবার,১২/০২/২০২১
967

ঝাড়গ্রাম : বামফ্রন্টের ডাকা বনধ এর দরুন ঝাড়গ্রাম জেলা শহরের কোন বেসরকারি বাসের দেখা নেই, যদিও দু’একটি বাস সকালে দেখা গিয়েছিল । সকাল পর্যন্ত সরকারি বাস গুলি চলতে দেখা যায় । বনধ এর সমর্থনে ঝাড়গ্রাম শহরের বুকে মিছিল করতে দেখা যায় সিপিএম কর্মী সমর্থকদের ।  স্বাভাবিক দিনের তুলনায় ঝাড়গ্রামের চিত্রটি একটু আলাদা । রাস্তা প্রায় ফাঁকা কিছু ছোট যানবাহন ছাড়া অন্য কিছুর দেখা নেই । ঝাড়গ্রামের সবজি বাজার প্রায় স্বাভাবিক । রেল চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক আছে । যদিও ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর রাস্তার মধ্যে বালিশিরা গ্রামের কাছে পথ অবরোধ করেছে সিপিএম কর্মী সমর্থকরা ।

অপরদিকে ঝাড়গ্রামের শুভেন্দু এর সভার পাল্টা সভা করতে আসছেন পার্থ চট্টোপাধ্যায় । সভার প্রস্তুতি প্রায় শেষ । তৃণমূলের দাবি সভা হবেই । কিন্তু হঠাৎ করে বামফ্রন্ট এর ডাকা বনধ এর দরুন একটা চাপ উত্তেজনা রয়েছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট