কেশপুরের রানিয়র বাজারে এক সোনার দোকানের ডাকাতির ঘটনায় চাঞ্চল্য


বুধবার,১০/০২/২০২১
1279

পশ্চিম মেদিনীপুর:-পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের রানিয়র বাজারে এক সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়,স্থানীয় সূত্রে জানা যায় সকালবেলায় নিজেদের দোকান খোলার সময় ওই সোনার দোকানের তালা খোলা অবস্থায় পড়ে রয়েছে এবং সাতটি অর্ধেক বন্ধ অর্ধেক খোলা অবস্থায় রয়েছে, এরপর ওই সোনার দোকানের মালিক শ্যামল কুমার মন্ডল কে খবর দেওয়া হয়, এরপর খবর পেয়ে হন্তদন্ত হয়ে দোকানের মালিক শ্যামল মন্ডল এসে দেখে খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার সোনার গহনা লুট হয়েছে, সাথে সাথে স্থানীয় দোকানদারের তৎপরতায় খবর দেওয়া হয় আনন্দপুর থানার পুলিশকে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ এলে, পুলিশকে ঘিরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করে স্থানীয়রা, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ ক্যাম্প থেকে থেকে মাত্র ৩০ মিটার দূরে অবস্থিত এই দোকানে কিভাবে এ ঘটনা ঘটলো,পাশাপাশি এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায়, অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফ থেকে দোকানের সিসিটিভি ফুটেজ দেখে তদন্তপ্রক্রিয়া শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট