বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। বর্তমান পরিস্থিতির নিরিখে বাংলায় বিজেপি শক্তি বৃদ্ধি করলেও এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। বিজেপির পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে মিটিং-মিছিলের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার চুঁচুড়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের আয়োজনে বের হয় মহামিছিল। মিছিলে নেতৃত্ব দেন সাংসদ কল্যান ব্যানার্জী। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা। বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে চলে। মিছিল চুঁচুড়া ঘড়ির মোড় থেকে গঙ্গার ধার হয়ে বালি মোড়ের কাছে হুগলি গার্লস স্কুলের সামনে গিয়ে সমাপ্ত হয়।
এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল
মঙ্গলবার,০৯/০২/২০২১
820