২২ ফেব্রুয়ারি টানা ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিল Taxi,Ola,Uber


মঙ্গলবার,০৯/০২/২০২১
2553

২২ ফেব্রুয়ারি টানা ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিল Taxi,Ola,Uber। প্রত্যেকদিন বাড়ছে পেট্রোল জিজেলের দাম। কিন্তু সেভাবে Taxi-র ভাড়া বাড়ানো হয়নি। তার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি সকাল ৭ টা থেকে বন্ধের ডাক দিয়েছে West Bengal Taxi Operators Co Ordination Committee (AITUC)

প্রসঙ্গত, ২০১৮ সালে ডিজেলের দাম ছিল ৭২.৮৩ টাকা। ২০২১ ফেব্রুয়ারি মাসের ডিজেলের দাম হয়েছে প্রায় ৮০ টাকার বেশি। ২০১৮ সালের পর ভাড়ার দিকে নজর দেয়নি রাজ্যের পরিবহন দফতর। Taxi তে উঠলেই সর্বনিম্ন ভাড়া ৫০ টাকার দাবিতে এদিনের ধর্মঘট। পূর্বে যা ছিল ৩০ টাকা। প্রথম ২ কিলোমিটারে ৩০ টাকার জায়গায় নতুন ভাড়া করতে হবে ৫০ টাকা। এরপর কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়াতে হবে ২৫ টাকা করে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট