আসন্ন বিধানসভা ভোটের মাথায় রেখে রাজ্যে মেট্রো ও রেল প্রকল্পে ঢালাও বরাদ্দ বাড়ল কেন্দ্রীয় বাজেটে।নোয়াপাড়া-বারাসাত মেট্রো প্রকল্পে ২০০ কোটি টাকা থেকে বরাদ্দ বেড়ে হয়েছে ৫২০ কোটি টাকা। জোকা-বিবাদিবাগ মেট্রো প্রকল্পে ৯৯ কোটি টাকা থেকে বেড়ে এবার বরাদ্দ হয়েছ ৩৫০ কোটি টাকা।এয়ারপোর্ট নিউগড়িয়া মেট্রো প্রকল্পে ৩২৮ কোটি টাকা থেকে বেড়ে বরাদ্দ হয়েছে ৩৫০ কোটি টাকা। এছাড়াও ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে ৯০০ কোটি টাকা।
সেন্ট্রাল পার্ক-হলদিরাম ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণ কাজও প্রায় শেষ বলে বরাদ্দ বাড়ানো হয়নি। পাশাপাশি মেট্রোর যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা খাতেও বরাদ্দ বেড়েছে বাজেটে।রাজ্যে রেলের অন্যান্য প্রকল্পেও বরাদ্দ বেড়েছে। রাজ্যে রেলের ৫৩টি প্রকল্পে বরাদ্দ হয়েছে ৪৮ হাজার ২৭৫ কোটি টাকা।জেনে রাখা দরকার যে সব মেট্রো প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গেছে সেখানে বরাদ্দ বাড়েনি। যেমন দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের কাজ প্রায় শেষ বলে বরাদ্দ হয়েছে ১ কোটি টাকা।মেট্রো রেলের নতুন এই রুট চালু হলে শহরবাসীর যাতায়াত অনেকে সুবিধা হবে এমনটা বলাই যায়।