জমিয়ে শীতের পরিস্থিতি। আগামী কয়েকদিন শীত থাকবে রাজ্যজুড়ে


বৃহস্পতিবার,০৪/০২/২০২১
762

জমিয়ে শীতের পরিস্থিতি। আগামী কয়েকদিন শীত থাকবে রাজ্যজুড়ে। কলকাতায় গতকালের থেকে 1 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে । আগামী ৭২ ঘন্টা য় সামান্য বাড়বে তাপমাত্রা। রবিবারের পর ফের নামবে পারদ। আগামী সোমবার থেকে বুধবার জমিয়ে শীতের আরো একটি স্পেল।

কলকাতায় পরিষ্কার আকাশ। সকালের সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রী । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা 25.6 ডিগ্রী । বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 97 শতাংশ।

পশ্চিমী ঝঞ্ঝায় কিছুটা আটকে উত্তুরে হাওয়া। উত্তর-পশ্চিম ভারতের তুষারপাতের সম্ভাবনা। তুষারপাতের শীতল হাওয়া এসে শীতের স্পেল দেবে বাংলায়। তাপমাত্রা3/ 4 ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যাবে।

সপ্তাহান্তে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হবে সিকিম ও দার্জিলিঙে। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা সামান্য হলেও সপ্তাহান্তে হতে পারে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট