পুলিশের তৎপরতায় দামী অ্যান্ড্রয়েড ফোন ফিরে পেলেন ভিন রাজ্যের বাসিন্দা ট্যাক্সির যাত্রী


বুধবার,০৩/০২/২০২১
1637

কলকাতা পুলিশের দুই সার্জেন্টের তৎপরতায় ভিন রাজ্যের এক বাসিন্দা ফিরে পেলেন তাঁর হারিয়ে যাওয়া দুটি দামী অ্যানড্রয়েড ফোন। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বিহারের নওয়াদা জেলার বাসিন্দা তাভ্রেজ আলম বাবুঘাট বাস টার্মিনাসের কাছে কর্তব্যরত সার্জেন্ট সমরজিৎ সিং এবং সার্জেন্ট জয়ন্ত চক্রবর্তীকে এসে জানান তাঁর দুটি দামি ফোন একটি হলুদ রঙের ট্যাক্সিতে ফেলে গিয়েছেন। কিন্তু তিনি ওই ট্যাক্সির নম্বর মনে রাখতে পারেননি। তারপর ওই দুই ট্রাফিক সার্জেন্ট নিজেদের সোর্স কাজে লাগিয়ে ও কলকাতা পুলিশের  সাহায্য নিয়ে জানতে পারে ট্যাক্সিটির নম্বর এবং গাড়ি চালকের নাম। জানা যায় ওই ট্যাক্সি চালকের নাম রাজ কিশোর দুবে। এরপর ওই দুই অফিসার ট্যাক্সি চালককে বাবুঘাট ক্রশিং এর কাছে আসতে বলেন। কারণ বিহারের ওই বাসিন্দা কলকাতা 

থেকে বাসে নিজের গ্রামে ফিরবেন। সেই বাস ছাড়বে রাত  সাড়ে আটটায় । একঘন্টার মধ্যে ওই ট্যাক্সিচালক এসে সেই দামী মোবাইল দুটি ফেরত দেন। ট্রাফিক পুলিশ এরপর ওই মোবাইল দুটি তুলে দেন বিহারের বাসিন্দা তাভ্রেজ আলমের হাতে। মোবাইল ফিরে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে ওই দুই ট্রাফিক সার্জেন্টকে ধন্যবাদ জানান এবং কলকাতা পুলিশকেও ধন্যবাদ জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট