বেলুড় GRP থানার উদ্যোগে রক্তদান


সোমবার,০১/০২/২০২১
1323

রক্তের চাহিদা মেটাতে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে প্রতি বছরের মতো এ বছরেও এগিয়ে এলেন বেলুড় GRP থানার পুলিশ কর্মীরা। থানা প্রাঙ্গনেই এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করেন তাঁরা। রবিবার ওই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বেলুড় GRP থানার ওসি বিকাশ চন্দ্র মুখোপাধ্যায় জানান, গত চার বছর ধরে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছরে এই রক্তদান শিবিরে স্থানীয় মানুষ এবং জিআরপি থানার পুলিশ মিলিয়ে মোট ২৭ জন রক্তদাতা রক্তদান করেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ওই শিবির চলে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত কর্মাধ্যক্ষা থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা। কোভিড পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের পর রক্তদানের চাহিদা বেড়ে চলায় সেই চাহিদা কিছুটা পূরণ করতেই আমাদের এই উদ্যোগ। আমাদের উদ্দেশ্য পুলিশকে দেখে সাধারণ মানুষও আরো বেশি করে এই শুভ উদ্যোগে এগিয়ে আসুক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট