ডুমুরজলায় আজ বিজেপির ঐতিহাসিক সভা। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।


রবিবার,৩১/০১/২০২১
1088

ভারতীয় জনতা পার্টি হাওড়া সদরের উদ্যোগে, আজ হাওড়ার ডুমুরজলা ময়দানে এক জনসভা ও যোগদান মেলার আয়োজন করা হয়েছে। প্রধান বক্তা হিসেবে ওই সভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। এছাড়াও দলের রাজ্য ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ওই সভায়। বেলা ১১টার পর সভা শুরু হওয়ার কথা। সভার শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে এখন। দলের পতাকা, ব্যানারে মুড়ে ফেলা হয়েছে ময়দান চত্বর। নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর পাশাপাশি ডুমুরজলা ময়দান চত্বর ও সংলগ্ন এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং লাগানো হয়েছে। উল্লেখ্য, দিল্লিতে বিদেশি দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণে অমিত শাহের বঙ্গ সফর স্থগিত হয়ে যাওয়ায়, গতকাল দিল্লিতে অমিত শাহের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন তৃণমূল ত্যাগী বিধায়ক, নেতারা।

এদের মধ্যে রয়েছেন মন্ত্রীত্ব ত্যাগ করে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল, দল থেকে বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী, দল থেকে বহিষ্কৃত রানাঘাটের প্রাক্তন পুরপ্রধান পার্থসারথী চট্টোপাধ্যায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ। ডুমুরজলার সভায় এরা আসবেন বলে জানা গেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট