প্রখ্যাত জাদুকর পিসি সরকারের বাড়িতে সিবিআই তল্লাসি


শনিবার,৩০/০১/২০২১
542

​প্রখ্যাত জাদুকর পিসি সরকারের বাড়িতে সিবিআই তল্লাসি। চিটফান্ড কাণ্ডে টাওয়ার গ্রুপের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগেই পিসি সরকারের বাড়িতে চালানো হয় তল্লাসি এমনটা জানা গেছে। সিবিআইয়ের এসপির নেতৃত্বেই শুরু হয় শুক্রবারের এই তল্লাসি অভিযান। পিসি সরকারের মুকুন্দপুরের বাড়ির পাশাপাশি দক্ষিণ কলকাতার আরও ৪ জায়গায় সিবিআই ইতিমধ্যে তল্লাশি শুরু করে দিয়েছে।

টাওয়ার গ্রুপের একটি ব্যবসায়িক চুক্তি অনু্যায়ী টাওয়ার গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি রেস্তোরাঁ খোলার কথা ছিল পিসি সরকারের সিবিআই সূত্রে খবর। পাশাপাশি ওই রেস্তোরাঁয় শো করার কথাও ছিল জনপ্রিয় জাদুকরের। ওই সময় দু পক্ষের মধ্য়ে কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন হয়। ২ পক্ষের মধ্যে আর্থিক লেনদেনের পরও ওই সময় যেমন নতুন রেস্তোরাঁ খোলা হয়নি,তেমনি সেখানে পিসি সরকারের কোনও শো-ও শুরু হয়নি। ওই ঘটনার পর ২ পক্ষের মধ্যে যে কয়েকটি কোটির আর্থিক লেনদেন হয়, সেই অর্থ কোথায় গেল এবং কাগজপত্রই বা কোথায়, এবার তার খোঁজেই শুরু হয়েছে তল্লাসি এমনটা সূত্রের খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট