তৃণমূল কংগ্রেসের উপর ক্ষোভ উগরে দিলেন রানাঘাট পৌরসভার পৌর প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায়


বুধবার,২৭/০১/২০২১
874

যেভাবে তৃণমূল কংগ্রেসের তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে সম্মান থাকতে থাকতে বেরিয়ে আসাই ভালো। এমনই ক্ষোভ উগরে দিলেন রানাঘাট পৌরসভার পৌর প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায়।গত ২৫ জানুয়ারি তাকে দল বিরোধী কাজের অভিযোগ এনে, নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। এর ঠিক দুই দিন পরেই পৌর প্রশাসকের পদে থাকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। পৌর প্রশাসকের পদকে তিনি মিউজিক্যাল চেয়ার আখ্যা দিয়ে এই পথ থেকে বেরিয়ে আসার স্পষ্ট ইঙ্গিত দিলেন।

https://youtu.be/1T_vq5EzQv4

তিনি ক্ষোভের সঙ্গে জানান, অপরাধী জানলো না, অথচ তার সাজা হয়ে গেল। কোথায় দল বিরোধী কাজ করেছি, কিভাবে করেছি, তার কোন ব্যাখ্যা নেই। আমাকে কোনও শোকজ নোটিশ করা হয়নি। হঠাৎ করে চিঠি বাড়িতে পাঠানো হয়। ভালোই হয়েছে, এতে অসুবিধা নেই। এই পদে আমি লালায়িত নই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট