সাধারণতন্ত্র দিবসের দিনে বেহালার সঙ্গে তারাপীঠ ও বেহালার সঙ্গে দীঘার যোগাযোগ আরও কাছে চলে এল। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ থেকে চালু করা হল এই দুই রুটে সরকারি বাস পরিষেবা। মঙ্গলবার এই দুই রুটে বাস পরিষেবার সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেহালার সরশুনা থেকে একটি বাস সোজা দীঘায় পৌছবে। অন্যটি দক্ষিণেশ্বর হয়ে তারাপীঠ। পার্থ চট্টোপাধ্যায় বলেন, সাধারণতন্ত্র দিবসের উদ্দেশ্য হল জনগণের সুখে- দুঃখে পাশে থাকা। ভালভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া।
বেহালার সঙ্গে তারাপীঠ ও বেহালার সঙ্গে দীঘার যোগাযোগ আরও কাছে চলে এল
মঙ্গলবার,২৬/০১/২০২১
1849