ভিক্টোরিয়ায় নেতাজি জন্মদিনের অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে যেভাবে অপদস্ত করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল। সোমবার হাওড়ায় জেলা সদর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এর তীব্র প্রতিবাদ জানান হাওড়া সদরের দলের সভাপতি ভাস্কর ভট্টাচার্য। তিনি বলেন, ওই অনুষ্ঠানে কারা কার্ড নিয়ে ঢুকে ওই স্লোগান দিয়েছিলেন তা সংবাদমাধ্যমে সবাই দেখেছেন। অনুষ্ঠান মঞ্চ থেকেই সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়ে বক্তৃতা বর্জন করেছিলেন। যা নিয়ে বিজেপির তরফ থেকে মিথ্যা প্রচার চালানো হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও, গত ২০১৮ সালে বর্ধমানে মাটি উৎসবে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন ধর্মের কিছু স্তোত্র বলেছিলেন। সেই ভিডিও ‘ফেক’ করে স্তোত্রের একটি অংশ রেখে বাকি অংশ এডিট করে বিজেপি মানুষের কাছে প্রচার করছে। আমরা এই ভুয়ো খবর ছড়ানোর জন্য বিজেপির তীব্র নিন্দা জানাচ্ছি।
ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই ‘অপদস্ত’ মুখ্যমন্ত্রী, সাংবাদিক বৈঠক করে ঘটনার নিন্দা জানাল তৃণমূল।
সোমবার,২৫/০১/২০২১
764