বিধানসভা বসছে ২৭ জানুয়ারি


সোমবার,২৫/০১/২০২১
805

কেন্দ্রীয় সরকারের গৃহীত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব আনতে চায় রাজ্য সরকার। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে এই বিশেষ অধিবেশনে সরকার সব দলকে সঙ্গে নিয়ে সোচ্চার হতে চেয়েছিল। কিন্তু সেই সহমতে রাজি নয় বাম-কংগ্রেস। সোমবার বিধানসভায় স্পিকারের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে নিজেদের অবস্থান জানায় বাম-কংগ্রেস পরিষদীয় দল।

কেন্দ্রের মোদি সরকার যে কৃষি আইন এনেছে তার ফলে দেশের কৃষকরা চরম দূর্দশার শিকার। এ বিরুদ্ধেই সরকার পক্ষ চেয়েছিল সর্বসম্মত সিদ্ধান্ত নিতে কিন্তু এই চুক্তির বিরোধিতা দেখাচ্ছে তার কোন সারবত্তা নেই বলে জানান রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিনের সর্বদলীয় বৈঠকে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শাসক দলের পক্ষে শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সুজিত বসু, তাপস রায়, সুব্রত মুখার্জী উপস্থিত ছিলেন। বিজেপির পক্ষে ছিলেন মনোজ টিগ্গা। বামফ্রন্ট পরষদীয় দলের পক্ষে সুজন চক্রবর্তী, বিশ্বনাথ চৌধুরী কংগ্রেসের পক্ষে বিরোধী দলনেতা আব্দুল মান্নান, মনোজ চক্রবর্তী উপস্থিত ছিলেন বৈঠকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট