নেতাজী স্মরণে জাতীয় আর্তত্রাণ সমিতির চার দিনব্যাপী অনুষ্ঠান


সোমবার,২৫/০১/২০২১
1402

পরাধীন ভারতে সাধারণ মানুষের সেবার লক্ষ্য নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তা আজও প্রবাহমান। মানুষের সেবায় সারা বছর ধরে নানা কর্মসূচি পালন করে জাতীয় আর্তত্রাণ সমিতি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চার দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে এই সংস্থা। দুঃস্থ দরিদ্র মানুষদের মধ্যে শীতের কম্বল বিতরণ কর্মসূচি যেমন আছে, পাশাপাশি শিশুদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান নেওয়া হয়েছে। গত ২৩ জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম দিবসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হয়েছে অনুষ্ঠানের। ক্লাব ব্যান্ড, তোপ ধ্বনি, সাইরেন, শঙ্খধাবনি, বেলুন ওড়ানো, পায়রা ওড়ানোর মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে। এই অনুষ্ঠান ঘিরে মধ্য কলকাতায় এক নব উন্মাদনা দেখা যায়। পুষ্প বর্ষণের সঙ্গে সঙ্গে রং মশালে আলোকময় হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। অন্যতম উদ্যোক্তা নীহারিকা মুখোপাধ্যায় বলেন, জাতীয় আর্তত্রাণ সমিতি সারা বছর ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। নেতাজী সুভাষচন্দ্র বসু যে আদর্শে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন সেই আদর্শকে পাথেয় করে আমাদের পথ চলা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন নেতাজী। জাতীয় আত্মত্রাণ সমিতির চার দিনের অনুষ্ঠানে নেতাজীর সেই ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান আগামী ২৬ জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে থাকবে নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে বিশেষ আলোচনা সভা। সেই সঙ্গে থাকবে দেশাত্মবোধক সংগীত এর অনুষ্ঠান। এছাড়াও থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐদিন সমাপ্তি অনুষ্ঠানে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হবে শীতের কম্বল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট