ডাক্তারি পড়ুয়ার হারানো ফোন উদ্ধার করে দিল পুলিশ


বৃহস্পতিবার,২১/০১/২০২১
788

এবার হাওড়া সিটি পুলিশের তৎপরতায় কয়েক ঘন্টার মধ্যেই খোয়া যাওয়া মোবাইল ফিরে পেলেন এক ডাক্তারি পড়ুয়া। গত বুধবার হাওড়া স্টেশনে ট্যাক্সি থেকে নামার সময় খোয়া যায় সেই মোবাইল। পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির আরামবাগের বাসিন্দা সুরজায়া বেতাল (২১) নামের মেধাবী ওই ডাক্তারি পড়ুয়া ওইদিন হাওড়া স্টেশন চত্বরে অ্যাপ নির্ভর ট্যাক্সিতে (ক্যাব) করে হাওড়া স্টেশনে এসেছিলেন। ক্যাব থেকে নামার পর তাঁর খেয়াল হয় মোবাইলটি খোয়া গেছে। ডাক্তারি বিষয়ক গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল খোয়া যাওয়া সেই মোবাইলে। এই অবস্থায় তিনি স্থানীয় গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ জানান। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। যোগাযোগ করা হয় সেই ক্যাব সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে। অবশেষে সেই ক্যাপ সংস্থার সাহায্যে কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হয় সেই খোয়া যাওয়া মোবাইল ফোন। পরে সেই মোবাইল তুলে দেয়া হয় ডাক্তারি পড়ুয়ার হাতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট