মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে হাওড়ায় এসে বাধা পেলেন অগ্নিমিত্রা


মঙ্গলবার,১৯/০১/২০২১
990

আমরা এখানে রাজনীতি করতে আসিনি। এক কন্যাহারা মায়ের সাথে দেখা করতে এসেছি। মঙ্গলবার হাওড়ার নাজিরগঞ্জের পোদড়ায় মৃত কলেজ ছাত্রীর বাড়িতে পরিবারের সঙ্গে দেখা এসে বাধা পেয়ে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। পাশাপাশি তিনি অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার লোকজন মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলতে দেখা করতে গেলে তাঁদের বাধা দেয়। তিনি অভিযোগ করেন নির্মীয়মান বাড়ি থেকে ওই কলেজ ছাত্রীর ওড়না ও অন্যান্য জিনিসপত্র পাওয়া গেছে সেটির মালিক ওই নেতা। এছাড়াও পুলিশের বিরুদ্ধে কাজে ঢিলেমি দেওয়ারও অভিযোগ করেন তিনি।

নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়ার পরেও কেন পুলিশ মেয়েটিকে খুঁজে পেল না সেই প্রশ্নও তোলেন তিনি। আগামী দিনে বিষয়টি নিয়ে রাজ্যপালের সাথে দেখা করবেন এবং জাতীয় মহিলা কমিশনেও জানাবেন বলেও এদিন জানান অগ্নিমিত্রা। উল্লেখ্য, এদিন হাওড়ার নাজিরগঞ্জ এলাকার পোদরায় মৃতা ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে যেতে দেওয়া হলনা বিজেপির মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পলকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট