সিটুর আইন অমান্য কর্মসূচি হাওড়ায়


সোমবার,১৮/০১/২০২১
728

কৃষি আইন প্রত্যাহার সহ ১০ দফা দাবিতে হাওড়ায় আইন অমান্য ও জেল ভরো আন্দোলন করল বাম সংগঠন সিটু। সোমবার দুপুরে হাওড়া ময়দান চত্বরে জমায়েতের পর সিটু কর্মীরা মিছিল করে ময়দান ফ্লাইওভারের সামনে এলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। সিটু কর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড টপকে দ্বিতীয় ব্যারিকেডের সামনে চলে আসেন। সেখানে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি হয়। সিটু কর্মীরা তাদের দাবিদাওয়া নিয়ে সেখানেই শ্লোগান দিতে থাকেন।

পুলিশ তাদের গ্রেফতার করে পরে মুক্তি দেয়। সিটুর হাওড়া জেলা সাধারণ সম্পাদক সমীর সাহা জানান, আজকে আমাদের আইন অমান্য ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল। তাতে আমরা সফল হয়েছি। উল্লেখ্য, কৃষক ও কৃষি বিরোধী আইন প্রত্যাহার, শ্রমিক বিরোধী সংশোধিত শ্রম আইন প্রত্যাহার সহ বিভিন্ন দাবি নিয়ে সোমবার আইন অমান্য ও জেল ভরো আন্দোলন কর্মসূচি নিয়েছিল সিটু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট