নিখোঁজ এক ছাত্রীর দেহ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হলো। এর জেরে হাওড়ার নাজিরগঞ্জ থানা ঘেরাও করেন ছাত্রীর আত্মীয়স্বজন ও এলাকার মানুষ। পাশাপাশি সত্যেন বসু রোড অবরোধ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পোদড়ার আজাদনগর এলাকার বাসিন্দা কলেজ ছাত্রী রূকসার খাতুন(২২) চলতি মাসের ৫ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয় নাজিরগঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। শনিবার ওই এলাকার একটি পুকুরে দেহটি ভাসতে দেখেন স্থানীয় মানুষ। পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নাজিরগঞ্জ থানা ঘেরাও করেন স্থানীয়রা। পাশাপাশি, সত্যেন বোস রোডও অবরোধ করা হয়।
ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। থানা ঘেরাও করে বিক্ষোভ।
শনিবার,১৬/০১/২০২১
810