মাঘের শীত লাগ বাঘের গায়ে! মাঘ মাসের প্রথম দিনই জাঁকিয়ে শীত পড়ল রাজ্যজুড়ে। গত মঙ্গলবার থেকে পারদ নামতে শুরু করেছে। একধাক্কায় তাপমাত্রা কমে যায় ৬ ডিগ্রি। মঙ্গলবার তাপামাত্রা ছিল ২০ ডিগ্রি। ১৮ ডিগ্রি পার করে সেই তাপমাত্রা কমে আজ ১৪ ডিগ্রি সেলসিয়াস। জেনে নেওয়া দরকার শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৮৩ শতাংশ,সর্বনিম্ন ৫১ শতাংশ। শীত ফিরলেও তা কতদিন থাকবে এখনই বলতে পারছেন না আবহাওয়াবিদরা। তবে উত্তরের ৫ জেলায় শৈতপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত
শনিবার,১৬/০১/২০২১
940