ফের সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। চুরি যাওয়া প্রচুর লোহার পাইপ উদ্ধার করলেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ দিন আগে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার জে এন মুখার্জি রোডের একটি লোহার পাইপের গোডাউনের কয়েক’শ পিস লোহার পাইপ( যার আনুমানিক মূল্য প্রায় দু’লক্ষ টাকা ) চুরি যায়। সেদিনই এই সংক্রান্ত বিষয়ে হাওড়ার মালিপাঁচঘড়া থানায় একটি অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে হাওড়ার বেলুড়ের গিরিশ ঘোষ রোডের কাছ থেকে মহম্মদ রাজু ওরফে ছোটুকে গ্রেফতার করে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তারপর চুরি যাওয়া জিনিস উদ্ধার করেন তাঁরা । একটি মহেন্দ্র বোলেরো ২০৭ পিক ভ্যান থেকে এই পাইপগুলো উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। এই চোরাই কান্ডে আর কেউ জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
চুরি যাওয়া লোহার পাইপ উদ্ধার করল পুলিশ
শনিবার,১৬/০১/২০২১
1209