স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে এই সন্দেহে স্বামীর মারে যুবকের মৃত্যু


বৃহস্পতিবার,১৪/০১/২০২১
1160

স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে এই সন্দেহে স্বামীর মারে প্রাণ হারালেন এক যুবক। এই ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত স্বামী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম গোপাল সর্দার। গত ১০ জানুয়ারী রাতে বালি থানার লালবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা গোপাল সর্দার, স্ত্রী এবং ছেলেকে নিয়ে গত ৪ জানুয়ারি কুলপিতে তাঁর এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে গিয়েছিলেন ওই এলাকারই এক গ্যারেজের কর্মী অমল হালদার(২৮)। সেখানে গোপালের সন্দেহ হয় অমলের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই নিয়ে সেই আত্মীয়ের বাড়িতেই তুমুল অশান্তি করেন গোপাল। অশান্তি করে রাগে তিনি ৭ জানুয়ারি একাই বাড়ি ফিরে আসেন। তার স্ত্রী ও অমল ১০ তারিখ রাতে বালিতে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পরই অমলের সঙ্গে গোপালের বচসা বাধে। অভিযোগ, সেই সময় হঠাৎই গোপাল কাঠের শক্ত লাঠি দিয়ে অমলের মাথায় সজোরে আঘাত করেন। ঘটনাস্থলেই অমল লুটিয়ে পড়েন। রক্তে ভেসে যায় ঘরের মেঝে।

আশঙ্কাজনক অবস্থায় অমলকে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় প্রথমে ডায়মন্ডহারবার হাসপাতাল ও পরে এনআরএসে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোমবার অমল মারা যান। এই ঘটনার পর মৃত অমলের পরিবারের লোকজন গোপালের বিরুদ্ধে বালি থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অমলকে হত্যার অভিযোগে গোপাল সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২(খুন) ধারায় মামলা রুজু হয়। ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেফাজত হয়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট