বিলুপ্তপ্রায় লক্ষ্মীপেঁচা উদ্ধার হাওড়ায়


মঙ্গলবার,১২/০১/২০২১
983

বিলুপ্তপ্রায় একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার হল হাওড়ার লিলুয়ার জগদীশপুর এলাকা থেকে। সোমবার পেঁচাটি উদ্ধার হয়। এরপর পুলিশের উপস্থিতিতে পেঁচাটিকে তুলে দেওয়া হয় বন দফতরের হাতে। এর কিছুদিন আগে জগদীশপুর এলাকা থেকেই উদ্ধার হয়েছিল একটি ভাম। সোমবার উদ্ধার হওয়া লক্ষ্মী পেঁচাটি উদ্ধার করে প্রথমে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় মাকালতলা এলাকার মানুষ। পরে উদ্ধার হওয়া সেই পেঁচাটিকে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয় জেলা বনদপ্তরের হাতে। বনদপ্তর সূত্রে জানা গেছে, লিলুয়া থানা এলাকার জগদীশপুরের মাকালতলার গ্রামবাসীরা বিলুপ্তপ্রায় লক্ষ্মী পেঁচাটিকে মাটিতে পড়ে থাকতে দেখেন।পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বিষয়টি জানায় বনদপ্তরকে। খবর পেয়ে সেখানে পৌঁছান বনদপ্তরের কর্মীরা। সেখান থেকে পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে আসেন। পেঁচাটির শারীরিক পরীক্ষা করা হয়। এই প্রাণীটির শরীরে কোনও আঘাত ছিল না। সুস্থ ছিল সেটি। এরপর পেঁচাটিকে খোলা পরিবেশে ছেড়ে দেওয়া হয়।

লক্ষ্মী পেঁচাটি উদ্ধার করে প্রথমে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় মাকালতলা এলাকার মানুষ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট