হাওড়া: দূর্নীতি আর কাটমানি মুক্ত রাজ্য গড়তে বাংলার বেকার যুবকদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে মঙ্গলবার হাওড়ার পাঁচলায় যুব সমাবেশের ডাক দেয় বিজেপি। কয়েক হাজার বিজেপি কর্মীসমর্থক যোগ দেয় এই সমাবেশে। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়, হাওড়া গ্রামীনের সভাপতি প্রত্যুষ মন্ডল, রাজ্য নেতা অনুপম মল্লিক সহ একাধিক বিজেপির কার্যকর্তা।রাজ্যে সি পি এম ও তৃণমূল মুসলিম সমাজের জন্য কিছুই করেনি। তাই এ রাজ্যে মুসলিমদের অবস্থা সবচেয়ে খারাপ বলে মন্তব্য করলেন বি জে পির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাচার কমিটির রিপোর্ট উল্লেখ করে তিনি সিপি এম ও তৃণমূল কংগ্রেসকে তোপ দাগেন।তিনি বলেন বিগত সময়ে মুসলিমদের শুধু ভোট এলেই কদর বাড়িয়েছে। এত যদি মুসলিম সমাজের জন্য কেউ কিছু করে থাকেন তা হলে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী তাদের আর্থিক অবস্থা এত খারাপ কেন? এদিন তিনি শাসক দলকে ও তীব্র আক্রমণ করেন।
দূর্নীতি আর কাটমানি মুক্ত রাজ্য গড়তে বাংলার বেকার যুবকদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে বিজেপি
মঙ্গলবার,১২/০১/২০২১
680