হাওড়ায় হটাৎ লাইব্রেরি উদ্বোধনের কারণ কি ?


রবিবার,১০/০১/২০২১
775

হাওড়া,আমতা: জেট যুগে সেল ফোনের দাপটে যখন একের পর এক লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে কিংবা কর্মী ও পাঠকের অভাবে লাইব্রেরিগুলি ধুঁকছে তখন হাওড়ার জয়পুর থানার পশ্চিম খালনায় আনন্দ আশ্রমে রবিবার উদ্বোধন হল একটি আস্ত লাইব্রেরীর। উদ্বোধন করলেন কলকাতা পুলিশের ডি সি পি সুখেন্দু হীরা। উপস্থিত ছিলেন আমতা ও জয়পুর থানার ওসি কিঙ্কর মন্ডল ও তাপস নস্কর। ছিলেন এলাকার বিধায়ক অসিত মিত্র, সমাজসেবিকা কল্যানী পালুই।

জানা গিয়েছে মূলত বৃদ্ধদের জন্য তৈরী হয়েছে এই লাইব্রেরীটি। জয়পুরের পশ্চিম খালনার বৃদ্ধাশ্রম আনন্দ আশ্রমে বয়স্করা দিনান্তে বিভিন্ন ধর্মীয় বই যেমন পড়তে পারবেন তেমনি শারিরীক সুস্থতা বিষয়ক বই ও পাবেন। যা পড়ে উপকৃত হবেন বয়স্করা। জানান আশ্রমের সম্পাদক মন্টু শী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট