মিথ্যের উপর ভিত্তি করে একটা সরকার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম মিথ্যা কথা বলেন, তিনি তাঁর সাকরেদদেরও সেরকম মিথ্যা কথা বলতে শিখিয়েছেন। লিলুয়া হোমে কিশোরীর উপর সেফটিপিন ফুটিয়ে অত্যাচারের ঘটনা নিয়ে বলতে গিয়ে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল আজ হাওড়ায় একথা বলেন। এদিন দুপুরে তিনি হাওড়ার এডিএমকে ডেপুটেশন দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী লিলুয়া হোমে এসে দাবি করেছিলেন ওই হোমের যে তিন আবাসিকের নামে অভিযোগ উঠেছে তারা এই হোমে থাকেন না। কিন্তু আজ এডিএম জানিয়েছেন অভিযুক্তরা এখানেই নাবালিকার সঙ্গে ছিল। সুতরাং এথেকেই প্রমাণ হয় অনন্যাদেবী ডাহা মিথ্যা কথা বলেছেন। আমাদের প্রশ্ন কি করে হোমের মধ্যে এই অত্যাচার চলতে পারে। কোয়ারেন্টিনে একই রুমে এই চারটি মেয়ে ছিল। সেখানে এই অত্যাচার হল। অথচ হোমের সুপারভাইজার, মেট্রন এরা কি করলেন ? এমনকি পুরুলিয়ার হোমে যা হয়েছে, তা লিলুয়া হোমে যে হচ্ছে না তার গ্যারান্টি কোথায় ?
লিলুয়া হোমে কিশোরীর উপর সেফটিপিন ফুটিয়ে নির্যাতনের ঘটনা নিয়ে এডিএমকে ডেপুটেশন দিলেন অগ্নিমিত্রা।
রবিবার,১০/০১/২০২১
728