গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা আমতার চন্দ্রপুর গ্রামে


শুক্রবার,০৮/০১/২০২১
693

গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা আমতার চন্দ্রপুর গ্রামে। অভিযোগ বিবাদ থামাতে গিয়ে আহত হন চন্দ্রপুর পঞ্চায়েতের উপপ্রধান রজব আলী সহ কয়েকজন। তাদের বেধড়ক মারধর করা হয়। গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলি চালানোর ঘটনায় আহত এক স্থানীয় বাসিন্দা। পুলিশ এই ঘটনায় পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এলাকায় রয়েছে পুলিশ ও র‌্যাফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর হরিশপুর এলাকায় এক ব্যবসায়ী ডাব বিক্রি করছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই ডাব বিক্রেতা বেশি দামে বিক্রি করছিলেন। প্রতিবাদ করায় শুরু হয় বচসা। তা গড়ায় হাতাহাতিতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রজব আলি। তখন তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাকে কিল ঘুষি মারা হয়। চলে ইটবৃষ্টি। ইট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এর ফলে উপপ্রধান সহ ৫ জন আহত হয়েছেন। অভিযোগ গোলমালের সময় কেউ গুলিও চালায়। গুলি চালানোর ফলে আহত হয়েছেন সেখ সারাফত। তিনি সেই সময় বাজার যাচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ। আসে র‌্যাফ। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ঘটনাস্থলে একটি বন্ধ ঘর থেকে বেশ কিছু বোমা উদ্ধার করে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট