রাজ্যে বাম দলগুলি ও কংগ্রেসের যৌথ রাজনৈতিক কর্মসূচী ইতিমধ্যেই চলছে, এবার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যৌথ ব্রিগেড সমাবেশের সিদ্ধান্তও নিলেন বাম- কংগ্রেসের নেতৃবৃন্দ। আগামী ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের শুরুতে এই সমাবেশ হবে বলে জানিয়েছেন উভয় পক্ষের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার মধ্য কলকাতার ক্রান্তি প্রেসে চার বামদল এবং কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে একটি বৈঠকের পরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, আমরা যারা একসঙ্গে নির্বাচনে লড়াই করব, তাঁরা একসঙ্গে একমঞ্চ দাঁড়িয়েই লড়াইয়ের কথাও বলব। প্রাথমিকভাবে ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের শুরুতে ব্রিগেড সমাবেশের সিদ্ধান্ত হয়েছে। দিন স্থির করে পরে ঘোষণা করা হবে। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, সব দলই তাদের সর্বভারতীয় নেতৃত্বকে থাকার জন্য বলবে। আমরাও কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বকে এই সমাবেশে থাকার জন্য অনুরোধ পাঠাব।
যৌথ ব্রিগেড সমাবেশের সিদ্ধান্ত বাম-কংগ্রেসের
শুক্রবার,০৮/০১/২০২১
649