পদ ও দল ছাড়ার পর এই মুহুর্তে নিজের অবস্থান স্পষ্ট করতে লক্ষ্মীরতন শুক্লা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডাকেন। সেখানে তিনি জানান, নিতান্তই ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে অনির্দিষ্টকালের জন্য তিনি সরে যাচ্ছেন। তবে তিনি বিধায়ক হিসেবে তাঁর সময়কাল তিনি পূর্ণ করবেন। মানুষের জন্য কাজ করবেন। মুখ্যমন্ত্রী তাঁকে ২০১৬তে সুযোগ দেওয়ার জন্য এবং ভালো ছেলে বলার জন্য এদিন কৃতজ্ঞতাও জানান লক্ষ্মী। তবে, বিজেপিতে যাওয়ার ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনীতি থেকেই সরে যাচ্ছি। তাই এই প্রশ্ন অপ্রাসঙ্গিক। লক্ষ্মী এদিন সব রাজনৈতিক দলকেই ব্যক্তিগত সম্মান জানান।
পদ ও দল ছাড়ার পর এই মুহুর্তে নিজের অবস্থান স্পষ্ট করলেন লক্ষ্মীরতন শুক্লা
শুক্রবার,০৮/০১/২০২১
625