গৃহকর্তাকে বেঁধে রেখে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো


বুধবার,০৬/০১/২০২১
579

হাওড়া,উলুবেড়িয়া: গৃহকর্তাকে বেঁধে রেখে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গ্রামীণ হাওড়া শ্যামপুর থানার রসুলপুর গ্রামে।জানা গেছে মঙ্গলবার গভীররাতে রসুলপুর গ্রামের সরোজ দাসের বাড়িতে চারজন ডাকাতের দল দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহকর্তা সরোজ দাসকে বেঁধে মারধর করে পুরো ঘর লন্ডভন্ড করে ডাকাতের দল। ঘরের আলমারি ভেঙ্গে কয়েক ভরি সোনার গহনা সহ টাকা লুট করে নিয়ে চম্পট দেয় চারজনের ডাকাতের দল। গৃহকর্তা সরোজ দাস জানান,হঠাৎ গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে প্রথমে লন্ডভন্ড শুরু করে। বাধা দিতে গেলে বেঁধে মারধর শুরু করে আলমারি ভেঙ্গে বেশ কিছু গহনা ও টাকা নিয়ে চম্পট দেয় ওই ডাকাতের দল।এমনকি যাবার সময় হুমকিও দিয়ে যায় বিষয়টি কাউকে না জানানোর জন্য। সকালে সরোজ বাবু নিকটবর্তী ৫৮ গেটের পুলিশ ফাঁড়িতে গিয়ে পুরো বিষয়টি লিখিত অভিযোগ জানান।তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

https://youtu.be/jFsb0Y8XGrw
গৃহকর্তাকে বেঁধে রেখে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গ্রামীণ হাওড়া শ্যামপুর থানার রসুলপুর গ্রামে

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট