আগামী পাঁচ অর্থবছরে বাংলার তপশিলি ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে ৮২৫.৫৩ কোটি টাকা। এরাজ্যে সেই প্রকল্প রূপায়ণে বাধা দেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিলো বিজেপি তপশিলি মোর্চা। সোমবার দুপুরে হাওড়ায় সদর বিজেপি কার্য্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বিজেপি এসসি মোর্চা হাওড়া সদরের সভাপতি চন্দন রাকসেল বলেন, “এরাজ্যে আয়ুষ্মান ভারত সহ সব কেন্দ্রীয় প্রকল্পে বাধাদান করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা তপশিলি ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির বাজেট বৃদ্ধি করেছে। প্রায় চার কোটিরও বেশি পোস্ট মেট্রিক ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এই বৃত্তির ব্যবস্থা করেছে। এতে কেন্দ্রীয় সরকার দেবে ৬০% এবং রাজ্য সরকার ৪০%। এই বৃত্তি আগামী পাঁচ বছরে ৪ কোটি তপশিলি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে। এই প্রকল্প যদি বাংলায় রাজ্য সরকার চালু করতে না দেয় তাহলে আমরা তপশিলি সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাব। তাদের একত্রিত করে বৃহত্তর আন্দোলনে নামব।” এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি এসসি মোর্চার জেলা পর্যবেক্ষক বিধান চন্দ্র বারুই, বিজেপি হাওড়া সদর জেলা সম্পাদক বিমল প্রসাদ প্রমুখ।
তপশিলিদের প্রকল্পে বাধা এলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল বিজেপি এসসি মোর্চা
সোমবার,০৪/০১/২০২১
592