অল্পে রক্ষা যুবকের। তবে ভেঙে গুঁড়িয়ে গেল তার নতুন বাইক


রবিবার,০৩/০১/২০২১
1164

পশ্চিম মেদিনীপুর:- চিপস বোঝাই লরির চাকা বাস্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল জাতীয় সড়কের পাশে থাকা দোকানে। পালটি খেলো রাস্তার ওপরে। অল্পে রক্ষা যুবকের। তবে ভেঙে গুঁড়িয়ে গেল তার নতুন বাইক।

রবিবার সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে নারায়ণগড় এর বাখরাবাদ এলাকাতে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে,লরিটি খড়্গপুরের দিক থেকে চিপস ভর্তি করে উড়িষ্যার দিকে যাচ্ছিল। বাখরাবাদ মোড়ে হঠাৎ লরির সামনের চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দ্রুত গতিতে থাকা লরিটি ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। সৌভাগ্যবশত সেই সময় দোকানে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাস্থলে জাতীয় সড়কের পাশে এক যুবক বাইক দাড় করিয়ে চা এর দোকানে গিয়ে ছিলেন। তার বাইক টি পুরো ভেঙ্গে গুড়িয়ে যায়। পরে পুলিশ এসে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করে।

https://youtu.be/coHasiN5Y7Y

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট