বেহাল রাস্তা, রাস্তায় কলাগাছ পুঁতে প্রতিবাদ বিজেপির


শনিবার,০২/০১/২০২১
769

হুগলীরঃ শ্রীরামপুর নঁগার মোড়ের রাস্তা বেহাল দশা। রাস্তায় রয়েছে যত্রতত্র বড় বড় গর্ত,এর জেরে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা, যে কোন সময় ঘটতে পারে কোনো বড়সর দূর্ঘটনা।শেওড়াফুলি থেকে শ্রীরামপুর, পিয়াপুর দিল্লী রোডের যাওয়ার রাস্তা এমনই বেহাল দশা। প্রত্যেক দিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে এই জিটি রোডের উপর দিয়ে, তবুও কোনো হেলদোল নেই প্রশাসনের। এর জেরেই শনিবার সকালে শেওড়াফুলি বিজেপি মন্ডের পক্ষ থেকে রাস্তার উপর কলা গাছ পুতে প্রতিবাদ কর্মসূচী পালন করা হলো, অবিলম্বে এই রাস্তা সারাইয়ের দাবি তোলেন তারা।

https://youtu.be/iBrJPJq2DJ0

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট