অর্মত্য সেনের একটাও বই দিলীপ ঘোষ পড়েছেন কিনা সেটা তাঁর সন্দেহ আছে। হাওড়ায় বললেন বিমান বসু।


বৃহস্পতিবার,৩১/১২/২০২০
727

অর্মত্য সেনকে নিয়ে দিলীপ ঘোষ কথা বলেন। অথচ অর্মত্য সেনের একটাও বই দিলীপ ঘোষ পড়েছেন কিনা সেটা তাঁর সন্দেহ আছে। হাওড়ায় বললেন বিমান বসু। বুধবার সন্ধ্যায় হাওড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, “অর্মত্য সেনের একটাও বই দিলীপ ঘোষ পড়েছেন কিনা সেটা আমার সন্দেহ আছে। অর্মত্য সেন সম্পর্কে উনি জানেন কিনা, আচার্য ক্ষীতিমোহন সেন শাস্ত্রী কে অর্মত্য সেনের তা উনি জানেন কিনা আমি জানিনা। উনি বিজেপির সভাপতি।

এইসব মানুষের বিষয়ে আনশান প্রশ্নের উত্তর দেওয়া আর উত্তর না দেওয়া একই ব্যাপার।” ভারতের ছাত্র ফেডারেশন ( এসএফআই ) এর সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এসএফআই হাওড়া জেলা কমিটির উদ্যোগে বুধবার বিকেলে এক মহামিছিলের আয়োজন করা হয়। কদমতলা বাসস্ট্যান্ড থেকে বঙ্কিম পার্ক পর্যন্ত মিছিল হয়। মিছিল শেষে এদিন এক সমাপ্তি সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এসএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট