দাবিমতো টাকা না পেয়ে হাওড়ায় রেঁস্তোরায় হামলা। ঘটনার ছবি ধরা পড়ল CCTV-তে


মঙ্গলবার,২২/১২/২০২০
647

হাওড়া: হাওড়ার চ্যাটার্জীহাট থানা এলাকায় রেঁস্তোরায় হামলার ঘটনা ঘটল। রেঁস্তোরা বন্ধ করার সময় দুই যুবক টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দেওয়ায় হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। ফোন করে আরও লোক ডেকে মারধর রেঁস্তোরার মালিককে। অভিযোগ দায়ের হয়েছে চ্যাটার্জিহাট থানায়। সিসিটিভিতে ধরা পড়েছে হামলার ছবি। এই হামলা প্রসঙ্গে রেস্তোরাঁর কর্মচারী ফারুক আনসারি জানান, সোমবার রাত প্রায় ১১-১৫ মিনিট নাগাদ তাঁরা রেঁস্তোরা বন্ধ করে বেরোচ্ছিলেন। সেই সময় একজন লোক রেঁস্তোরায় আসে।

https://youtu.be/kzjfguYN8-8
CCTV ফুটেজ

ওই লোকটি টাকা দাবি করে। কেন জিজ্ঞাসা করায় সে বলে এখানে ব্যবসা করার জন্য তাঁকে টাকা দিতে হবে। রেঁস্তোরা মালিক সেই টাকা দিতে অস্বীকার করায় লোকটি বচসা শুরু করে। দোকান খুলতে দেবে না বলে হুমকি দেয়। এরই মধ্যে সেখানে প্রায় চার পাঁচজন জন চলে আসে। এরা সকলে মিলে মারধর শুরু করে রেঁস্তোরার মালিক এবং তাঁর ছেলেকে।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট