দলে এবার বিদ্রোহী বর্ষীয়ান নেতা বাণী সিংহ রায়। সোস্যাল মিডিয়াতেও সরব তিনি


মঙ্গলবার,১৫/১২/২০২০
739

হাওড়া: “যে বাংলার মাটি চিনল না, জেলা মহকুমা চিনল না, বাংলায় কত ধর্ম, বর্ণ, ভাষাভাষী মানুষ রয়েছেন তা জানল না, সেই প্রশান্ত কিশোর এসে জিতিয়ে দেবে ?” এবার এই প্রশ্ন তুলে দলের বিরুদ্ধে সরব হলেন বর্ষীয়ান রাজনীতিক তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য বাণী সিংহ রায়। তিনি বলেন, “পিকে’কে কেউ মানছে না। বহু জায়গায় নামে মানছে। দলে এই নিয়ে কাকে বলব ? দেওয়ালকে বলব ?” পাশাপাশি সোস্যাল মিডিয়াতেও মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা। তিনি বলেন, “শুভেন্দু চলে যাওয়াতে দলের অনেক ক্ষতি হয়ে গেল।

বাণী সিংহ রায়

যেটা এখন বোঝা যাবেনা। এটা নির্বাচনের পরে বোঝা যাবে।” সোনালির কথা উল্লেখ করে বাণী সিংহ রায় বলেন, “সোনালিই বলেছিল দলে একটাই পোস্ট, অল ল্যাম্পপোস্ট।” পুরভোট না হওয়া প্রসঙ্গে বাণী সিংহ রায় বলেন, “হাওড়ায় গত ২ বছর যাবৎ পুরভোট না হওয়ায় পরিষেবা বলে কিছু নেই। এটা জনগণের ক্ষতি। জনগণ ট্যাক্স দেয়। জনগণ এখন ভোটের জন্য অপেক্ষা করে আছেন কবে ভোট আসবে। কোথায় ভোট দেবেন।”

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট