রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলি কে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে শুরু হয়েছে বঙ্গধ্বনী পদযাত্রা


শুক্রবার,১১/১২/২০২০
692

কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলি কে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে শুরু হয়েছে বঙ্গধ্বনী পদযাত্রা। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যের সর্বত্র এই কর্মসূচিতে অংশ নেবেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদ নেতাকর্মীরা। চেতলা এলাকায় শুক্রবার সকালে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কয়েকশো কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ৮২ নম্বর ব্লক এলাকার অলিতে-গলিতে পদয়াত্রা করেন তিনি। এই পদযাত্রার মধ্য দিয়ে সাধারণ মানুষের সামনে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলি তুলে ধরা হয়। সেই সঙ্গে কেন্দ্রের গৃহীত কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হন তারা।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট