কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ঝাড়গ্রাম ব্লক অফিসের সামনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ


শুক্রবার,১১/১২/২০২০
622

ঝাড়গ্রাম:– গত ৭ই ডিসেম্বর মেদিনীপুরের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রর কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ করার জন্য দলের কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ মতো বৃহস্পতিবার ঝাড়গ্রাম ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন জেলা তৃণমূল নেতৃত্ব, এবং এই অবস্থান বিক্ষোভে লক্ষ্য করা যায় সদ্য ঝাড়গ্রাম জেলার দায়িত্ব পাওয়া খড়্গপুর শহরের দেবাশিস চৌধুরীকে ।

মেদিনীপুরের সভা পরে মুখ্যমন্ত্রী,দেবাশিস চৌধুরীকে ঝাড়গ্রাম জেলা সংগঠন টি দেখার জন্য দায়িত্ব দেন, আর ঠিক তার পরেই তাকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন কর্মসূচি দেখা যাচ্ছে, এদিনের অবস্থান বিক্ষোভ এ তার পাশে ছিলেন গোপীবল্লভপুর র বিধায়ক চূড়ামণি মাহাত, ঝাড়গ্রাম ব্লকের পঞ্চায়েত সমিতির সভাধিপতি রেখা সরেন এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ।

সদ্য দায়িত্ব পাওয়া দেবাশীষ চৌধুরী বলেন জঙ্গলমহলের মানুষ অতীতেও মুখ্যমন্ত্রী সাথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন এবং তিনি এও বলেন আগামী দিনে সবাই একত্রিত ভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে ঝাড়গ্রাম জেলার প্রত্যেকটি বিধানসভায় তৃণমূল জয় লাভ করবে।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট