কবিতা ।। – মৃত্যু


শুক্রবার,১১/১২/২০২০
5246

মৃত্যু
সৌরভ হালদার

মৃত্যু তুমি আমাকে ভালোবাসো
আমি তোমাকে দূরে ঠেলে দিব না
মৃত্যু তুমি আমাকে আলিঙ্গন করো
আমি তোমাকে আপন করে নেবো
তবে মৃত্যু তুমি আমাকে যন্ত্রনা দিওনা,
দিওনা আমাকে কষ্ট
এই পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর
সবাই চলে গেছে আমায় ছেড়ে
শুধু আমি যায়নি কাউকে ছেড়ে
মৃত্যু তুমি কোথায়
তুমি কি শুনতে পারছ?
আমাকে!
কেন লুকোচুরি খেলছো
এই নিঃশব্দ ছোট ছোট নিঃশ্বাস এর মধ্য দিয়ে
জানি তুমি বেশি দূরে না,
তবু কাছে এসে চলে যেও না
ফিরে দেখা সেই পৃথীবী
মৃত্যু হবে হবে বলেই এই নিয়ে পাঁচবার

পৃথিবী বড়ই সুন্দর
সৃষ্টিকর্তার অপরূপ রূপকার
এই মনমুগ্ধকর পৃথিবী
ছোট ছোট আঁকাবাঁকা এলোমেলো মেঠো পথ
রয়েছে আরো প্রাকৃতিক দৃশ্য
কিন্তু এই পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত।
মৃত্যু তুমি আমাকে টেনে নাও
আমি তোমাকে আলিঙ্গন করবো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট