শান্ত বাংলায় অশান্তি সৃষ্টি করতে চাইছে বিজেপি: সুব্রত


বৃহস্পতিবার,১০/১২/২০২০
500

শম্পা সরদার, বাংলা এক্সপ্রেস: রাজ্যে গন্ডগোল পাকাতে বিজেপি নেতারা সক্রিয় ভূমিকা নিচ্ছে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে অভিযোগ করলেন দলের বর্ষিয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ সহ তাদের নেতাদের গাড়ি ভাঙচুর ও আক্রমনেন যে অভিযোগ দলের বিরুদ্ধে করা হয়েছে তা নস্যাৎ করে দেন এই তৃণমূল নেতা। সুব্রত মুখোপাধ্যায় বলেন, বিজেপির তরফ থেকে পরিকল্পনামাফিক ভিডিও করা হয়েছে গন্ডগোল পাকানোর জন্য, প্ররোচনা সৃষ্টি করার জন্য।

শান্তিপ্রিয় রাজ্যকে বিজেপি অশান্তি সৃষ্টি করতে চাইছে বলেও এদিন অভিযোগ করেন সুব্রত মুখোপাধ্যায়। বিজেপির তরফ থেকে যে অভিযোগ তোলা হয়েছে তা প্রশাসন তদন্ত করে দেখবে বলেও এ দিন জানান সুব্রত বাবু। যখন রাজ্যের উন্নয়নের রেকর্ড কার্ড তৈরি করে আর উন্নয়নের বার্তা দেয়া হচ্ছে তখন বিজেপি ও প্ররোচনা সৃষ্টি করে অশান্তি আবহাওয়াতে চাইছে বলে অভিযোগ তাঁর।

https://dai.ly/x7y0289

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট