জেপি নাড্ডার কনভয়ে হামলা। হাওড়াতেও বিজেপির বিক্ষোভ


বৃহস্পতিবার,১০/১২/২০২০
557

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, সহ-সভাপতি মুকুল রায় ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় প্রতিবাদ মিছিল করে বিজেপির যুব মোর্চা। হাওড়ায় দলের জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা ও যুব মোর্চার সভাপতি ওমপ্রকাশ সিং এর নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল বের হয় পঞ্চাননতলার জেলা অফিসের সামনে থেকে। মিছিল জেলাশাসকের কার্য্যালয়ের কাছে এলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। কিন্তু বিজেপি কর্মীরা ব্যারিকেড টপকে সামনের দিকে চলে আসেন। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। বিজেপির তিন মহিলা কর্মী আহত হন। তাদেরকে হাসপাতালে আনা হয়। অন্যদিকে, পুলিশ কর্মীরাও আহত হন। এদিন বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন। রাস্তায় বসে শ্লোগান দেন। উল্লেখ্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে এদিন হামলার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ডহারবারে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। ভাঙচুর করা হয় বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়ের গাড়িও। এরই প্রতিবাদে বিক্ষোভ হয় হাওড়াতেও।

https://youtu.be/DsCxmdKVcD0

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট